Site icon Jamuna Television

বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১২

ময়মনসিংহ ব্যুরো:

ময়মনসিংহে বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছে। বুধবার (১৪ নভেম্বর) দুপুরে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চর কালিবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয়রা জানায়, দুপুর দেড়টার দিকে তারা বিকট আওয়াজ শুনতে পায়। পরে ঘটনাস্থলে আহতদের পড়ে থাকতে দেখে। এরপর আহতদের উদ্ধার করে তারা হাসপাতালে নিয়ে যায় এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ফায়ার সার্ভিস জানায়, ইদ্রিস আলী নামে এক ব্যক্তি ওই বাসায় গ্যাস বেলুন তৈরি করতেন। দুপুরে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ঘরের টিনের চালা উড়ে যায়। এ ঘটনায় ১২ জন দগ্ধ হয়। পরে তাদেরকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

/আরএইচ/এমএন

Exit mobile version