Site icon Jamuna Television

বন্ধ পোশাক কারখানা খুলছে

অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে রাখা ১৩০টি পোশাক কারখানা চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। বুধবার (১৫ নভেম্বর) থেকে এসব পোশাক কারখানা চালু হবে।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান মঙ্গলবার (১৪ নভেম্বর) এ সিদ্ধান্তের কথা জানান। মজুরি বাড়ানোর দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলনে শিল্প এলাকাগুলোতে বিদ্যমান অস্থিতিশীল পরিবেশ শান্ত হওয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে, গত রোববার (১২ নভেম্বর) পোশাক কারাখানায় কর্মচারী ও শ্রমিকদের নিরাপত্তা এবং কারখানার সম্পত্তি রক্ষার স্বার্থে ১৩০টি পোশাক কারখানার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছিলেন বিজিএমইএ সভাপতি।

পোশাক কারখানা খোলায় যারা কাজে আসবেন, তাদের কাজ করার সুযোগ দেয়া হবে বলেও জানান ফারুক হাসান।

প্রসঙ্গত, বেতন বৃদ্ধির দাবিতে কিছুদিন ধরে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করছে। এরমধ্যে সরকার ৫৬ শতাংশ বেতন বাড়ানোর ঘোষণা দিলেও তাতে সন্তুষ্ঠ নন তারা।

/এমএন

Exit mobile version