Site icon Jamuna Television

তফসিল ঘোষণা করলে ইসি অভিমুখে গণমিছিলের ঘোষণা ইসলামী আন্দোলনের

রাজনৈতিক সমঝোতা ছাড়া একতরফা নির্বাচনী তফসিল ঘোষণা করা হলে নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল করার হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে দেশের চলমান সংকটজনক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন দলটির প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী। জানিয়েছেন, কাল বুধবার বিকেল ৩টায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জমায়েত শেষে এ গণমিছিল করা হবে।

ইসলামী আন্দোলনের এ নেতা বলেন, দেশবাসী রাজনৈতিক সমঝোতা ছাড়া একতরফা তফসিল ঘোষণা মেনে নেবে না। একটি দলের ইচ্ছা পূরণের তফসিল দেশবাসী মানবে না। একতরফা তফসিল ঘোষণা দেশকে গৃহযুদ্ধের পথে নিয়ে যাবে।

/এমএন

Exit mobile version