Site icon Jamuna Television

৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে রাজধানীতে যান চলাচল কম

বিএনপি-জামায়াত এবং সমমনা দলগুলোর ডাকা পঞ্চম দফার ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সকাল ছয়টা থেকে চলছে পঞ্চম দফার এই কর্মসূচি। প্রথম দিনে রাজধানীতে যান চলাচল অন্যান্য দিনের তুলনায় কম।

সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং গ্রেফতার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে দেশব্যাপী অবরোধের এ ঘোষণা দিয়েছে বিএনপি।

সোমবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। রিজভী বলেন, কারাবন্দী বিএনপি নেতাদের মুক্তি, সমাবেশে হামলা, নেতাদের হত্যার প্রতিবাদ, সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও সংসদ ভেঙে দেওয়ার দাবিতে এই ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালিত হবে। বিএনপির পাশাপাশি সমমনা দলগুলোও এই কর্মসূচি পালন করবে।

এএস/

Exit mobile version