Site icon Jamuna Television

লঞ্চে আগুন দেয়ার পরিকল্পনাকারী বরিশাল ছাত্রদলের সভাপতিসহ গ্রেফতার ২

ছবি: সংগৃহীত।

তফসিল ঘোষনার পরবর্তী সময়ে বরিশাল-ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতার পরিকল্পনার অভিযোগে বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিমসহ দু’জনকে গ্রেফতার করেছে র‍্যাব। বরিশাল সদর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (১৫ নভেম্বর) সকালে সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আল মঈন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৮ অক্টোবর ও পরবর্তী সময়ে রাজধানী ও বরিশালের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, নাশকতা ও সহিংসতার অন্যতম নির্দেশদাতা ছিলেন রেজাউল। গ্রেফতারের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও জানানো হয়।

এএস/

Exit mobile version