Site icon Jamuna Television

কেরানীগঞ্জে বহুতল ভবনে আগুন

রাজধানীর কেরানীগঞ্জে ছয়তলা বিশিষ্ট একটি ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।

বুধবার (১৫ নভেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে কেরানীগঞ্জের আগানগরের আলম মার্কেট সংলগ্ন ওই ভবনে আগুন লাগে। খবর পেয়ে সাথে সাথেই কেরানীগঞ্জ ও সদরঘাট নদী ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তাদের চেষ্টায় সকাল ৯টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

কীভাবে এই আগুনের সূত্রপাত হলো তা জানা যায়নি। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও স্পষ্ট নয়।

এসজেড/

Exit mobile version