Site icon Jamuna Television

আজ সন্ধ্যা ৭টায় তফসিল ঘোষণা: ইসি সচিব

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে আজ বুধবার (১৫ নভেম্বর)। এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব জাহাংগীর আলম। আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

এরই মধ্যে তফসিল ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আজ নির্বাচনের তফসিল ঘোষণা হলে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের শেষভাগে।

রেওয়াজ মেনে ইতোমধ্যে গত ৯ নভেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন ইসি সদস্যরা। সেই সাক্ষাতে রাষ্ট্রপ্রধানকে নির্বাচনের রোডম্যাপ নিয়ে অবহিত করা হয়।

এদিকে, রাজনৈতিক সমঝোতা ছাড়া একতরফা নির্বাচনী তফসিল ঘোষণা করা হলে নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল করার হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে দেশের চলমান সংকটজনক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন দলটির প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী।

তফসিল ঘোষণা করলে স্বাগত জানিয়ে সারাদেশে মিছিল করার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার তৃণমূলের প্রতি কেন্দ্র থেকে আওয়ামী লীগের দেয়া বার্তায় বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচনকে স্বাগত জানিয়ে নৌকার প্রচারণা চালিয়ে বড় ধরনের মিছিল করার জন্য সাংগঠনিক নির্দেশক্রমে অনুরোধ জানানো হচ্ছে।

এসজেড/

Exit mobile version