Site icon Jamuna Television

পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন, নিহত ৮

মৃতদেহ কাঁধে নিয়ে বিক্ষোভ করছেন ফিলিস্তিনিরা। ছবি: আনাদুলু এজেন্সি

পশ্চিম তীরেও অব্যাহত ইসরায়েলি বাহিনীর আগ্রাসন। ইহুদি সেনাদের অভিযানে প্রাণ গেলো আরও ৮ ফিলিস্তিনির। বুধবার (১৫ নভেম্বর) সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনীর হামলায় আহত কমপক্ষে ১২ জন। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, সন্দেহভাজন সন্ত্রাসীদের সন্ধানে অভিযানে যায় তারা। তাদের লক্ষ্য করে গুলি ও বোমাও ছোঁড়ে ফিলিস্তিনিরা। জবাবে হামলা চালায় তেল আবিবের সেনারা। ফলে মৃত্যু হয় ৭ জনের।

ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানায়, ড্রোন হামলার জেরে হয় হতাহতের ঘটনা। তুলকারেমে ভেঙে ফেলা হয় পিএলও প্রতিষ্ঠাতা ইয়াসির আরাফাতের একটি ভাস্কর্য। হেবরনের কাছাকাছি ইসরায়েলি সেনাদের অভিযানে মৃত্যু হয় আরও এক জনের। পশ্চিম তীরে ৭ অক্টোবরের পর শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত ১৯০ জনের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪৬ শিশুও রয়েছে।

/এআই

Exit mobile version