Site icon Jamuna Television

পাকিস্তানের নতুন ‘চেয়ারম্যান অফ সিলেক্টরস’ হতে পারেন হাফিজ

'প্রফেসর' মোহাম্মদ হাফিজ। ছবি: এপি

বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর পাকিস্তান ক্রিকেটে আসতে যাচ্ছে নানা পরিবর্তন। সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হকের পদত্যাগের পর সিনিয়র সিলেকশন কমিটির চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন সাবেক পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ হাফিজ।

সাবেক টেস্ট অধিনায়ক ইউনিস খানকেও নিযুক্ত করা হতে পারে জাতীয় দল সাজানোর গুরুত্বপূর্ণ এক পদে। এনডিটিভি জানিয়েছে, ইউনিসের সাথে আলাদাভাবে দেখা করেছেন পাকিস্তানের ম্যানেজমেন্ট কমিটির প্রধান জাকা আশরাফ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে ইউনিসকে দলের সাথে যাওয়ার কথা বিবেচনা করতে বলা হয়েছে।

মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ ও সোহেল তানভিরকে নিয়ে লাহোরে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন জাকা আশরাফ। এছাড়া, বাবর আজম, মিকি আর্থার ও হেড কোচ গ্র্যান্ড ব্রাডবার্নের সাথেও সাক্ষাৎ করার প্রস্তাব করেছে পিসিবি।

/এএম

Exit mobile version