Site icon Jamuna Television

স্বজনদের কাছে পৌঁছেছে মালয়েশিয়ায় নিহত ৩ বাংলাদেশির মরদেহ

নিহত জাহিদুল (বামে), মনিরুল (মাঝে) ও সাজ্জাদ (ডানে)।

মালয়েশিয়া করেসপনডেন্ট:

দেশে পৌঁছেছে মালয়েশিয়ায় মাটি চাপায় নিহত ৩ বাংলাদেশির মরদেহ। মঙ্গলবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে কেএলআইএ থেকে ছেড়ে আসা মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বাংলাদেশে সময় রাত ১১টায় বিমান বন্দরের আনুসাঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের লেবার উইং এর ওয়েলফেয়ার সহকারী মো. মোকসেদ আলী।

নিহত জাহিদুল খান ও সাজ্জাদ হোসাইনের বাড়ি শরীয়তপুর জেলায় এবং মনিরুল ইসলামের বাড়ি পাবনা জেলায়। এর আগে, গত ২ নভেম্বর মালয়েশিয়ার কাম্পুং মাকা নামক নির্মাণাধীন এলাকায় মাটি চাপা পড়ে তাদের মৃত্যু হয়।

এএস/

Exit mobile version