Site icon Jamuna Television

ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে ওয়াশিংটনে ৩ লক্ষাধিক মানুষের বিক্ষোভ

বিক্ষোভ চলাকালীন একটি মুহূর্ত। ছবি: টাইমস অব ইসরায়েল।

হামাসের হাতে ইসরায়েলি জিম্মিদের মুক্তির আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ করেছে প্রায় ৩ লক্ষ মানুষ। মঙ্গলবার (১৪ নভেম্বর) ওয়াশিংটনে ‘আমেরিকান ইহুদি সংস্থা’ এই সমাবেশ আয়োজন করে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা গত ৭ অক্টোবর হামাসের আক্রমণের তীব্র নিন্দা জানায়। এমন ঘটনা যাতে ভবিষ্যতে আবার না ঘটে, সেদিকে সবাইকে সচেতন হবার আহ্বান জানানো হয়।

আমেরিকান ইহুদি সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা উইলিয়াম ডারফ বলেন, বিক্ষোভে এতো সংখ্যক মানুষের উপস্থিতি, যা মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় ইসরায়েলপন্থী সমাবেশে পরিণত করেছে।

/এআই

Exit mobile version