Site icon Jamuna Television

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ জেরুজালেমে

বিক্ষোভরত ইসরায়েলের নাগরিক। ছবি: এপি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলে। মঙ্গলবার (১৪ নভেম্বর) জেরুজালেমে নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। খবর এপির।

এদিন দেশটির পার্লামেন্ট ভবনের সামনে জমায়েত হন কয়েকশ’ বাসিন্দা। এসময় অবিলম্বে ইসরায়েলের প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি করেন তারা।

বিক্ষোভকারীদের অভিযোগ, নেতানিয়াহু দেশের নিরাপত্তা নিশ্চিতে ও শাসনভারে অযোগ্য। গত ৭ অক্টোবর হামাসের হামলার জন্যও তাকে দায়ী করেন বিক্ষোভকারীরা। হামাসের কাছে আটক জিম্মিদের উদ্ধারে কোনো তৎপরতা না থাকায় ক্ষোভও প্রকাশ করেন তারা। তবে সরকারবিরোধী এ বিক্ষোভে কোনো পুলিশি বাধা ও ধড়পাকড়ের ঘটনা ঘটেনি।

/আরএইচ /এএম

Exit mobile version