Site icon Jamuna Television

বিশ্বকাপে কোহলির বিশ্বরেকর্ড

ছবি: সংগৃহীত

ক্রিকেট বিশ্বকাপ ইতিহাসে এক আসরে সর্বোচ্চ ৬৭৩ রানের রেকর্ড এতদিন ছিল কিংবদন্তি খেলোয়াড় শচীন টেন্ডুলকারের। ‘মাস্টার ব্লাস্টারের’ সেই রেকর্ড ভেঙে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন ভিরাট কোহলি। এক বিশ্বকাপে সর্বোচ্চ ব্যক্তিগত রান এখন ভারতীয় এই ব্যাটিং তারকার।

২০০৩ সালের বিশ্বকাপে ১১ ইনিংসে ৬৭৩ রান করেছিলেন টেন্ডুলকার। ২০ বছর পর এক ইনিংস কম খেলেই তাকে টপকে গেলেন কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম সেমিফাইনালে ৮০তম রান নেয়ার সময় টেন্ডুলকারকে ছাড়িয়ে যান কোহলি। একই ইনিংসে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ পঞ্চাশ ছোঁয়া ইনিংসের রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি।

এর আগে, রাচিন রবীন্দ্রর স্টাম্পের ওপর করা ডেলিভারিতে লং অনে ঠেলে এক রান নিয়ে বিশ্বকাপের নক আউট ম্যাচে প্রথমবারের মতো অর্ধশতক স্পর্শ করেন কোহলি। পাশাপাশি দারুণ ছন্দে থাকা বিশ্বকাপে নতুন রেকর্ডও গড়েন কোহলি। প্রথম ব্যাটার হিসেবে এক আসরে খেললেন ৮টি পঞ্চাশ ছোঁয়া ইনিংস।

২০০৩ সালে এক সেঞ্চুরির সঙ্গে ছয়টি ফিফটি করেন শচীন টেন্ডুলকার। গত আসরে দুই সেঞ্চুরির পাশাপাশি সাকিব আল হাসান খেলেন পাঁচটি পঞ্চাশ ছোঁয়া ইনিংস। এবার দশ ম্যাচে দুইটি সেঞ্চুরি ছাড়াও কোহলির ফিফটির সংখ্যা ছয়টি।

/আরআইএম

Exit mobile version