Site icon Jamuna Television

শচীন ‘পর্বত’ও টপকালেন ‘কিং’ কোহলি

ছবি: সংগৃহীত

ক্রিকেটে রুপকথার এক অনিন্দ্য রাজকুমার ভিরাট কোহলি। প্রতিনিয়ত নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য এক উচ্চতায়। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৫০টি সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন ‘কিং’ কোহলি। ছাড়িয়ে গেছেন স্বদেশী কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে।

বুধবার (১৫ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে এই অনন্য কীর্তি গড়েন ভিরাট কোহলি।

এক ম‍্যাচে কত রেকর্ড নিজের করে নিলেন ভিরাট কোহলি। ক্রিজে যাওয়ার পর থেকে দারুণ আস্থায় খেলতে থাকা এই টপ অর্ডার ব‍্যাটারের হাতে ধরা দিল আরেকটি বড় অর্জন। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে করলেন ৫০ সেঞ্চুরি।

চলমান আসরেই ৪৯তম সেঞ্চুরিতে ছুঁয়েছিলেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে। মুম্বাইয়ে সাবেক অধিনায়কের প্রিয় মাঠে, তারই সামনে রেকর্ড নিজের করে নিলেন কোহলি। লকি ফার্গুসনের বলে দুই রান নিয়ে তিন অঙ্ক স্পর্শ করেন তিনি। ফিফটি করেছিলেন ৫৯ বলে, একশ হলো ১০৬ বলে।

২৭৯ ইনিংসেই পঞ্চাশ সেঞ্চুরি পেয়ে গেলেন কোহলি। টেন্ডুলকার ৪৯ সেঞ্চুরি করতে খেলেছিলেন ৪৫২ ইনিংস।

/আরআইএম

Exit mobile version