Site icon Jamuna Television

স্যাংশনের আশঙ্কায় কান দেই না, ওসব জুজুর ভয়: পররাষ্ট্রমন্ত্রী

আমরা স্যাংশনের আশঙ্কায় কান দেই না। ওসব জুজুর ভয়। আমাদের আত্মবিশ্বাস আছে। বিএনপি বড় দল হলে নির্বাচনে এসে তা প্রমাণ করুক, এ কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ভোটে গেলে স্যাংশনের শঙ্কা প্রকাশ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বক্তব্যের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুধবার (১৫ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিদেশিরা কে কী দাবি করলো তা ‘ইরিলেভেন্ট’। দেশের মানুষ কী চায় সেটাই গুরুত্বপূর্ণ। জনগণ নির্বাচনের জন্য উদগ্রীব হয়ে আছে, কেউ বাধা দিলে শাস্তি দেয়া হবে। জ্বালাও-পোড়াও সহ্য করা হবে না। মানুষদের রক্ষা করায় আমাদের দায় আছে। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাচ্ছি।

ড. এ কে আব্দুল মোমেন আরও বলেন, ফিলিস্তিনের গাজার মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিএনপি কথা না বলে ঘুমাচ্ছে। তারা বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।

/এমএইচ/এটিএম/এমএন

Exit mobile version