Site icon Jamuna Television

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

সিনিয়র করেসপনডেন্ট, মানিকগঞ্জ :

মানিকগঞ্জের সিংগাইরে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ ও হত্যার দায়ে রোকমান হোসেন টোনা (৩৫) নামে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার (১৫ নভেম্বর) মনিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম তানিয়া কামাল এই রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, রোকমান ২০১৯ সালের ৫ ডিসেম্বর রাতে মানিকগঞ্জের সিংগাইরের গোলাইডাঙ্গা বাস্তা এলাকায় ৪৫ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করে। পরে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখে তার মা চিৎকার করলে আশপাশের লোকজন ধাওয়া করে আটক করে। পরবর্তীতে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

ঘটনার পরদিন নিহতের ভাবি বাদী হয়ে সিংগাইর থানায় মামলাব দায়ের করেন। পরে পুলিশ রোকমানকে অভিযুক্ত করে ২০২০ সালের ১৮ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রোকমান হোসেন টোনা মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বড় কালিয়াকৈর গ্রামের আমোদ আলীর ছেলে।

আরএইচ/এটিএম

Exit mobile version