Site icon Jamuna Television

মালয়েশিয়ায় সৎ মেয়েকে ধর্ষণের দায়ে বাংলাদেশির ২২ বছরের জেল

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ায় ১৩ বছর বয়সী সৎ মেয়েকে ধর্ষণের দায়ে বাবুল হোসেন (৪৪) নামের এক বাংলাদেশিকে ২২ বছরের জেল ও ১৫টি বেত্রাঘাতের আদেশ দিয়েছে দেশটির আদালত। বুধবার (১৫ নভেম্বর) দেশটির এক আদালত এই রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে টেকির মেন্টেরা নামক এলাকার একটি বাড়িতে এই ঘটনা ঘটে। এরপর বাবুলকে এ অপরাধের দায়ে অভিযুক্ত করা হয়।

জানা যায়, ভুক্তভোগী সৎ মেয়েটির মা দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মায়ের মৃত্যুর পর মেয়েটি অভিযুক্ত বাংলাদেশির ওপর নির্ভরশীল ছিলেন।

/আরএইচ/এটিএম

Exit mobile version