Site icon Jamuna Television

শামির জোড়া আঘাতে বিপাকে কিউইরা

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ভিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের জোড়া সেঞ্চুরি এবং শুভমান গিলের হাফ সেঞ্চুরিতে ৩৯৭ রানের পাহাড় গড়েছে ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় পেসার মোহাম্মদ শামির বোলিং তোপে মাত্র ৩৯ রান তুলতেই দুই ওপেনারকে হারায় নিউজিল্যান্ড। তবে তৃতীয় উইকেটে ড্যারেল মিচেল ও কেন উইলিয়ামসনের ১৮১ জুটিতে ঘুরে দাঁড়ায় কিউইরা। ভারতীয় বোলারদের ওপর চড়াও হয়ে মাত্র ৮৫ বলে শতক তুলে নেন মিচেল। তবে ইনিংসের ৩৩তম ওভারের এসে জোড়া উইকেট তুলে নেন শামি। ফেরান কেন উইলিয়ামসন ও টম লাথামকে।

বুধবার (১৫ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের দেয়া ৩৯৮ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দেখেশুনেই করেন নিউজিল্যান্ডের দুই ওপেনার ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র।

/আরআইএম

Exit mobile version