Site icon Jamuna Television

তফসিল: ‘ভোটে যাওয়া নিয়ে সিদ্ধান্ত নেয়নি জাতীয় পার্টি’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি যাবে কি না, সে সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিক্রিয়ায় এ কথা জানান তিনি। বলেছেন, এই মুহূর্তে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নেই।

মুজিবুল হক চুন্নু বলেন, নিয়ম অনুযায়ী কমিশন তফসিল ঘোষণা করেছে। সরকার আন্তরিক হলে তফসিলের পরেও সংলাপে বসা যায়।

নির্বাচনী পরিবেশ ঠিক থাকলে জাতীয় পার্টি ভোটে অংশ নেবে বলে জানিয়েছেন তিনি। তবে, একক না জোট অথবা বিএনপি নির্বাচনে আসবে কি না তার ওপরেও নির্বাচনী কৌশল নির্ভর করবে বলে জানান মুজিবুল হক চুন্নু।

/এমএন

Exit mobile version