Site icon Jamuna Television

ইসরায়েলি আক্রমণে ধ্বংস মসজিদ, নিহত ৫০

ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংসপ্রাপ্ত মসজিদের একটি দৃশ্য। ছবি: এপি।

গাজায় একটি মসজিদে ইসরায়েলের ভয়াবহ হামলায় অন্তত ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, অবরুদ্ধ উপত্যকার আল সাবরা এলাকায় অবস্থিত মসজিদটি। তেল আবিবের এ আকস্মিক হামলায় আহত হয়েছে অনেকেই।

এদিকে, খান ইউনিসে একটি টেলিকমিউনিকেশন টাওয়ারেও হামলা চালানো হয়েছে। এই হামলায় প্রাণ হারিয়েছে এক শিশু। গাজা’য় এক মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসন থেকে রেহাই পাচ্ছে না ধর্মীয় স্থাপনাও।

এখন পর্যন্ত ৬০টির বেশি মসজিদ ধ্বংস হয়েছে। আংশিকভাবে ক্ষতিগ্রস্ত আরও শতাধিক। এছাড়া, হামলা হয়েছে গির্জায়ও।

/এআই

Exit mobile version