Site icon Jamuna Television

তফসিলের পর সারাদেশে ১১টি অগ্নিসংযোগ, রাজধানীতে শূন্য

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পর থেকে সারাদেশের ১১ জায়গায় বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার পর থেকে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৯টার মধ্যে এসব আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। তবে এ সময়ের মধ্যে রাজধানীতে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। তাদের বিবৃতিতে জানানো হয়, এসব আগুনের ঘটনার মধ্যে ঢাকা মহানগরীতে অগ্নিকাণ্ডের ঘটনা শূন্য। মহানগরীর বাইরে ঢাকা বিভাগে (দোহার, টাঙ্গাইল) ২টি, বরিশাল বিভাগে (ঝালকাঠি) ১টি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ) ৫টি, চট্টগ্রাম বিভাগে (চট্টগ্রাম, চাঁদপুর) ২টি ও সিলেট বিভাগে (সিলেট সদর) ১টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এসব অগ্নিকাণ্ডে ২টি বাস, ২টি কাভার্ড ভ্যান, ৫টি ট্রাক, ২টি লেগুনা ও ১টি ট্রেন পুড়ে যায়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ২১টি ইউনিট ও ১১৬ জন ফায়ার সার্ভিস কর্মী কাজ করেছে বলেও জানানো হয়েছে।

/এমএইচ

Exit mobile version