Site icon Jamuna Television

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ: ঢাকার আকাশ মেঘলা, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি

বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের আকাশ মেঘলা। কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। রাজধানীর বিভিন্ন স্থানেও গুঁড়িগুড়ি বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদফতর বলছে, গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না তা এখনও স্পষ্ট নয়। সংস্থাটির সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় আছে। এটি আজ সকালে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

বাংলাদেশের সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গভীর এই নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।

/এমএন

Exit mobile version