Site icon Jamuna Television

অধিনায়কের ‘ডাক’, শুরুতেই ধাক্কা খেলো প্রোটিয়ারা

ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে ‘চোকার্স’ খ্যাত দক্ষিণ আফ্রিকা। ম্যাচের প্রথম ওভারের শেষ বলে কোনো রান না করেই আউট হয়ে ফিরে গিয়েছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা।

এর আগে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় প্রোটিয়া অধিনায়ক। তবে শুরুটা ভালো হলো না দক্ষিণ আফ্রিকার।

ইনিংসের শুরুতেই মিচেল স্টার্কের হাতে বল তুলে দেয় অজি অধিনায়ক প্যাট কামিন্স। ভরসার প্রতিদানও দেন এই অভিজ্ঞ পেসার।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার ইতিহাস, নাকি আবারও অস্ট্রেলিয়া?

প্রথম ওভারের দ্বিতীয় বলে সিংগেল নিয়ে বাভুমাকে স্ট্রাইক দেন ডি কক। তবে পরবর্তী তিন বল ডট দিয়ে বিপত্তি ঘটে ওভারের শেষ ওভারে। ওভারের শেষ বলে আউটসাইড অফ লেন্থে ডেলিভারি দেন স্টার্ক। কিছু না বুঝেই খোঁচা দিয়ে বসেন প্রোটিয়া অধিনায়ক। ব্যাটে লেগে বল চলে যায় উইকেটের পেছনে। কিছুটা লো হয়ে আসা ক্যাচ ঠিকই ধরে ফেলেন অজি উইকেটরক্ষক জশ ইংলিশ। ফলে ৪ বল খেলে ০ রানে সাজঘরে ফিরে যান তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ২ ওভার শেষে এক উইকেট হারিয়ে প্রোটিয়াদের সংগ্রহ ২ রান।

/এমএইচ

Exit mobile version