Site icon Jamuna Television

মুকুট হারালেন জান্নাতুল নাইম

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হিসেবে চীনে যাওয়া হচ্ছে না জান্নাতুল নাঈম এভ্রিলের। তাকে অযোগ্য ঘোষণা করেছে মিস ওয়ার্ল্ডের আন্তর্জাতিক কমিটি।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-এর এবারের নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিতর্ক ও প্রতিযোগী হিসেবে এভ্রিলের বিয়ে সংক্রান্ত তথ্য প্রকাশিত হওয়ার পর ব্যাপক সমালোচনার মধ্যে এ ঘোষণা এলো।

রাজধানীর ওয়েস্টিন হোটেলে সংবাদ সম্মেলনে প্রতিযোগিতা সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরে বাংলাদেশে এর আয়োজক অন্তর শোবিজের কর্মকর্তারা।

গত ২৯ সেপ্টেম্বর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি মিলনায়তনে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হিসেবে জান্নাতুল নাঈমের নাম ঘোষণা করা হয়।

তবে বিচারকরা দাবি করেন, নাঈম মিস ওয়ার্ল্ড হননি। আয়োজকদের পছন্দে তাকে মিস ওয়ার্ল্ড ঘোষণা করা হয়। এ ঘটনার পর থেকেই অনুষ্ঠানটিকে ঘিরে আলোচনা-সমালোচনায় মুখর বিনোদন অঙ্গন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এভ্রিলের বিয়ের ছবি ছড়িয়ে পড়লে বিব্রতকর অবস্থায় পড়েন আয়োজকরা।

 

Exit mobile version