Site icon Jamuna Television

ভোটারপ্রতি খরচ ১০ টাকা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতি প্রার্থীর খরচের হিসাব বেধে দিলো নির্বাচন কমিশন। বলা হয়েছে, ভোটারপ্রতি প্রার্থীর নির্বাচনী ব্যয় হবে ১০ টাকা।

ইসি সচিব জাহাংগীর আলম সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২’র অনুচ্ছেদ ৪৪খ এর দফা (৩) এর অধীন কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর খরচ ২৫ লাখ টাকার বেশি হবে না। যেহেতু, নির্বাচনী ব্যয় ভোটারপ্রতি হওয়ার বিধান রয়েছে, তাই নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারপ্রতি ব্যয় ১০ টাকা নির্ধারণ করলো।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ভোটারপ্রতি ব্যয় ১০ টাকা নির্ধারণ করেছিল ইসি। তবে, বেশিরভাগ প্রার্থীই নির্বাচন কমিশনের এ নির্দেশনা মানেন না বলে অভিযোগ রয়েছে।

বুধবার ঘোষণা করা হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল টেলিভিশন ভাষণে আগামী নির্বাচনের রোডম্যাপ তুলে ধরেন। এরপর প্রকাশ করা হলো প্রার্থীদের নির্বাচনী খরচ সংক্রান্ত প্রজ্ঞাপন।

এমএইচ/

Exit mobile version