Site icon Jamuna Television

শরীয়তপুরের লোকালয়ে মুখপোড়া হনুমান

শরীয়তপুর করেসপনডেন্ট:

শরীয়তপুর সদর উপজেলার চত্ত্বরে হঠাৎ একটি মুখপোড়া হনুমান ঘুরে বেড়াতে দেখা গেছে। শোনা যায় মানুষের বাড়ির উঠান, গাছ ও ঘরের চালায় এ প্রাণীটি ঘোরাঘুরি করছে। সেই সাথে মানুষের দেয়া কলা, ফলমুল ও বিস্কুট খাচ্ছে। খাওয়া শেষে হনুমানটি এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে।

হনুমানটিকে একনজর দেখতে ভিড় করছে ছোট বড় সকলেই। হনুমানটি কোথা থেকে এবং কীভাবে এলো, সেই সম্পর্কে ধোঁয়াশা রয়েছে।

স্থানীয়রা জানায়, সপ্তাহখানেক ধরেই হনুমানটিকে দেখা যাচ্ছে। ক্ষুধা পেলেই এটি লোকালয়ে চলে আসছে। এটি শান্ত স্বভাবের। হনুমানটি এখন পর্যন্ত কারও কোনো ক্ষতি করেনি।

তবে হনুমানটি কারও বাড়ির ছাদে অবস্থান করলে বাসিন্দারা আতঙ্কে থাকছেন। এ বিষয়ে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন অনেকে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, হমুমানটি যাতে সুরক্ষিত থাকে, সেজন্য আশপাশের মানুষকে সতর্ক করেছি। বন বিভাগের সাথে এরইমধ্যে যোগাযোগ করা হয়েছে।

/আরএইচ

Exit mobile version