Site icon Jamuna Television

রাজবাড়ীতে ট্রাক চাপায় সাইকেল আরোহীর মৃত্যু

রাজবাড়ী করেসপনডেন্ট:

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়কের পাবলিক হেলথ মোড়ে ট্রাক চাপায় মেহেদী প্রামানিক (২০) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মেহেদী প্রামানিক রাজবাড়ী জেলা শহরের বড় লক্ষীপুর এলাকার আবজাল প্রামানিকের ছেলে।

স্থানীয়রা জানায়, বিকেলে বাইচসাইকেল নি‌য়ে মেহেদী তার নিজ বাড়ি যাচ্ছিল। একপর্যায়ে সে পাবলিক হেলথ মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী থানার ওসি মো. ইফতেখায়রুল আলম প্রধান এর সত্যতা নি‌শ্চিত করেছেন।

আরএইচ/এটিএম

Exit mobile version