Site icon Jamuna Television

আল-শিফা হাসপাতালে এবার হামাসের টানেল পাওয়ার দাবি ইসরায়েলের

ছবি: টাইমস অব ইসরায়েল

আল শিফা হাসপাতাল প্রাঙ্গণে এবার হামাসের টানেল ও অস্ত্র খুঁজে পাওয়ার দাবি করেছে ইসরায়েল। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) নতুন আরেকটি ভিডিও প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। খবর রয়টার্সের।

ইসরায়েলের দাবি, হাসপাতাল প্রাঙ্গণেই ছিলো একটি অস্ত্রবোঝাই গাড়ি। যেখান থেকে বিপুল অস্ত্র জব্দ করা হয়েছে। তেলআবিবের অভিযোগ, আল শিফার হাসপাতালের নিচের এই টানেল থেকে বিভিন্ন অভিযান পরিচালনা করতেন হামাস যোদ্ধারা। এরইমধ্যে টানেলটি ধ্বংস করা হয়েছে বলে দাবি আইডিএফের। যদিও ভিডিওর সত্যতা নিয়ে রয়েছে প্রশ্ন।

এর আগে, বুধবার (১৫ নভেম্বর) একটি ভিডিও প্রকাশ করে হামাস। সেই ভিডিওতেও হাসপাতালে হামাসের বিপুল অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাওয়ার দাবি করা হয়।

/এএম

Exit mobile version