Site icon Jamuna Television

বিশ্বকাপ জয়ের পর প্রথমবার হারের মুখ দেখলো আর্জেন্টিনা

বিশ্বকাপ জয়ের পর প্রথমবারের মতো হারের মুখ দেখলো আর্জেন্টিনা। শুক্রবার (১৭ নভেম্বর) নিজেদের মাটিতে উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরেছে ল্যাতিন জায়ান্টরা।

বিশ্বকাপের গ্রুপ পর্বে সৌদি আরবের কাছে ২-১ গোলে পরাজয়ের পর এটিই আর্জেন্টিনার প্রথম হার। বিশ্বকাপ বাছাইপর্বের আগের চারটি ম্যাচও জয়লাভ করে আলবিসেলেস্তারা। মোট ১৪ ম্যাচ পর হারের তেতো স্বাদ গ্রহণ করলো লিওনেল মেসির দল।

কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম চার ম্যাচে জয়ের সুখস্মৃতি নিয়ে মাঠে নেমেছিল লিওনেল স্কালোনির শিষ্যরা। শঙ্কা থাকলেও ম্যাচের শুরুর একাদশে ছিলেন অধিনায়ক লিওনেল মেসি। কিন্তু ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের শুরুটা ভালো হয়নি আলবিসেলেস্তাদের। ৪১ মিনিটে রোনালদ আরাউহোর গোলে লিড নেয় উরুগুয়ে। ১৫ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে এই প্রথম গোল করলেন তিনি। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় সফরকারীরা।

বিরতির পর গোল পরিশোধে মরিয়া আর্জেন্টিনা ৫টি পরিবর্তন আনলেও সুফল পায়নি। উল্টো ম্যাচের শেষ দিকে ডারউইন নুনেজের গোলে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে। আগের ম্যাচেও ব্রাজিলের বিপক্ষে একই ব্যবধানের জয় পেয়েছিলো দলটি।

এই হারের পরেও কনমেবল অঞ্চলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ৫ ম্যাচ শেষে ১২ পয়েন্ট মেসিদের। অন্যদিকে, সমপরিমাণ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে উরুগুয়ে রয়েছে টেবিলের দুইয়ে।

/এএম

Exit mobile version