Site icon Jamuna Television

এগিয়ে থেকেও দিয়াজের জোড়া গোলে হারলো ব্রাজিল

এগিয়ে থেকেও হার মেনেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শুক্রবার (১৭ নভেম্বর) রবার্তো মেলান্দেজ মেট্রোপলিটন স্টেডিয়ামে কলম্বিয়ার কাছে ২-১ গোলে হেরেছে সেলেসাওরা। বিশ্বকাপের পর আটটি ম্যাচ খেলে চারটিতেই হারের স্বাদ দেখলো তারা।

কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে নেমে ম্যাচের শুরুটা দারুণ হয়েছিল সেলেসাওদের। ৪ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেলির গোলে এগিয়ে যায় দলটি। ৭৪ মিনিট পর্যন্ত লিড ধরে রাখলেও এরপর খেই হারায় সেলেসাওরা।

লুইস দিয়াসের গোলে সমতায় ফেরে কলম্বিয়া। মিনিট চারেকের মাথায় সতীর্থ হামেস রদ্রিগেজের বাড়ানো বল নিয়ে হেডে নিশানাভেদ করেন। নিজের দ্বিতীয় গোলের সঙ্গে দিয়াজ দলকে এনে দেন ২-১ ব্যবধানের লিড। ক’দিন আগেই অপহরণের শিকার হয়েছিলেন লিভারপুলের এই উইঙ্গারের বাবা। এবার তার জোড়া গোলে আসরে টানা দ্বিতীয় পরাজয়ের মুখ দেখলো ব্রাজিল।

এই জয়ে কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলের তিনে উঠে এলো কলম্বিয়া। ৫ ম্যাচে ৯ পয়েন্ট তাদের। ৭ পয়েন্ট নিয়ে ব্রাজিল বর্তমানে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে।

/এএম

Exit mobile version