Site icon Jamuna Television

নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বকে এক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিআইডির ফাইল ছবি

নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বকে এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৭ নভেম্বর) ভারতে অনুষ্ঠিত দ্বিতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের (ভিওজিএসএস) উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, স্যাংশন-পাল্টা স্যাংশনের প্রভাব পড়ছে দক্ষিণ এশিয়া অঞ্চলে। তাই বৈশ্বিক সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী ৫টি প্রস্তাব উপস্থাপন করেন।

তিনি আরও বলেন, যেকোনো সংকট মোকাবেলায় দেশের অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি নারীর ক্ষমতায়ন জরুরি। সেই লক্ষ্য অর্জনে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে পরস্পরের সহযোগিতা করতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবারের সম্মেলনটি ১০টি সেশনে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ও সমাপনী অধিবেশনগুলো রাষ্ট্র ও সরকারপ্রধান পর্যায়ে অনুষ্ঠিত হবে। সম্মেলন উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এর আগে, চলতি বছরের ১২ থেকে ১৩ জানুয়ারি ভার্চুয়ালি ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের প্রথম সম্মেলনটি আয়োজন করেছিল ভারত।

/এএম

Exit mobile version