Site icon Jamuna Television

পশ্চিম তীরে হাসপাতালে ইসরায়েলি আগ্রাসান

গাজার পশ্চিম তীরে ইবনে সিনা হাসপাতাল অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলি বাহিনী। ছবি: আল জাজিরা।

পশ্চিম তীরের একটি হাসপাতালে ব্যাপক আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। শুক্রবার (১৭ নভেম্বর) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, জেনিন শহরের একটি সরকারি হাসপাতালে বিপুল সমর যান নিয়ে অভিযান শুরু করেছে ইহুদি সেনারা। ইবনে সিনা নামের হাসপাতালটি অবরুদ্ধ করে রেখেছে অন্তত ৮০টি সামরিক যান।

এর আগে, হাসপাতালের রোগী, চিকিৎসক ও স্বাস্থীকর্মীদের সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়। এসময় হাসপাতাল থেকে বের হওয়া প্রত্যেককে তল্লাশি করা হয়।

এছাড়া, জেনিন শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে মৃত্যু হয়েছে তিন ফিলিস্তিনির। এদিকে, রামাল্লাহ’র বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে ২৮ ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে।

/এআই

Exit mobile version