Site icon Jamuna Television

স্থল ও আকাশ পথে হামলা ইসরায়েলের, বিধ্বস্ত জাবালিয়া শরণার্থী শিবির

ছবি: আল জাজিরা।

স্থল অভিযানের মধ্যেই গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। শুক্রবার ( ১৭ নভেম্বর) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের একটি ভবনে চালানো হয়েছে ভয়াবহ হামলা। এতে অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে, দক্ষিণ গাজায়ও আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। বোমা ছুঁড়েছে একটি বেকারি ও একটি গমের মিলে। খান ইউনিসে বিমান হামলায় মৃত্যু হয়েছে অন্তত ১০ ফিলিস্তিনির।

রাফাহ এলাকায় একটি পোলট্রি ফার্মে ইসরায়েলের হামলায় মারা গেছে আরও সাতজন। আল শাতি শরণার্থী শিবিরও শিকার হয়েছে ইসরায়েলি আগ্রাসনের।

/এআই

Exit mobile version