Site icon Jamuna Television

বিশ্বকাপ বাছাই খেলতে ঢাকায় লেবানন ফুটবল দল

ফাইল ছবি।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে লেবানন জাতীয় ফুটবল দল। শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৮টার কিছুক্ষণ পরে তাদের বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে হোটেলে পৌঁছায় তারা।

এর আগে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ফিলিস্তিনের সাথে গোলশূন্য ‘ড্র’ করে ঢাকার উদ্দেশে রওনা দেয় লেবানন ফুটবল দল। ফিফার নিয়ম অনুযায়ী ম্যাচের ৪৮ ঘণ্টা আগে অ্যাওয়ে দলকে স্বাগতিক দেশে উপস্থিত থাকতে হয়। সে হিসেবে চারদিন আগেই বাংলাদেশে এসেছে তারা।

আরও পড়ুন: বাংলাদেশের জালে অস্ট্রেলিয়ার ৭ গোল

এদিকে অস্ট্রেলিয়া মিশন শেষে দেশের পথে বাংলাদেশ ফুটবল দল। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) স্বাগতিক অস্ট্রেলিয়ার মেলবোর্নের রেক্টাঙ্গুলার স্টেডিয়ামে বাংলাদেশকে আতিথ্য দেয় অস্ট্রেলিয়া। ওই ম্যাচে সাত গোলের বড় ব্যবধানের হার দিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করে বাংলাদেশ।

আগামী ২১ নভেম্বর কিংস অ্যারেনায় বাংলাদেশের মুখোমুখি হবে লেবানন।

/আরএইচ

Exit mobile version