Site icon Jamuna Television

পাঁচ দিন পরেও উদ্ধার হয়নি উত্তরাখণ্ডে আটকা পড়া ৪০ শ্রমিক

ছবি: বিবিসি

দুর্ঘটনার পাঁচদিন পরও উদ্ধার হয়নি ভারতের উত্তরাখণ্ডের একটি টানেল ধসে আটকা পড়া ৪০ শ্রমিক। বৃহস্পতিবারও (১৬ নভেম্বর) অব্যাহত রয়েছে জোরালো অভিযান। খবর বিবিসির।

কর্তৃপক্ষ বলছে, দ্রুত আটকা পড়াদের উদ্ধারে নয়াদিল্লি থেকে নেয়া হয়েছে উন্নত যন্ত্রপাতি। পাইপের মাধ্যমে তাদের খাবার, অক্সিজেন ও পানি সরবরাহ করা হচ্ছে। ওয়াকিটকির মাধ্যমে করা হচ্ছে যোগাযোগ। তবে সুড়ঙ্গ খুঁড়ে তাদের কাছে পৌঁছাতে আর কতো সময় লাগবে, তা এখনও অনিশ্চিত।

প্রসঙ্গত, গত রোববার (১২ নভেম্বর) ভোরে উত্তরাখণ্ডের একটি সংযোগকারী টানেলের ৫০ মিটারের মতো অংশ আকস্মিক ধসে পড়ে। ভেতরে আটকা পড়েন ৪০ নির্মাণ শ্রমিক।

/এএম

Exit mobile version