Site icon Jamuna Television

বহির্বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন গাজার

ব্যাটারি থেকে মোবাইল ফোন চার্জ করছে একজন ফিলিস্তিনি বালক। ছবি: আল জাজিরা।

আবারও বহির্বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে গাজার। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, জ্বালানির অভাবে গাজার যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি টেলিকম সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠান প্যালটেল। ফলে বিশ্ব থেকে আবারও বিচ্ছিন্ন গাজা।

এদিকে, জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ লাজ্জারিনিও জানিয়েছেন, উপত্যকায় কোনো ধরণের জ্বালানি নেই।

জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সহায়তা সংস্থার কর্মীদের সাথেও যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিশ্ব থেকে বিছিন্ন হওয়ায় গাজায় আরও ভয়াবহ তাণ্ডব চালাবে ইসরায়েলি বাহিনী এমন শঙ্কাও দেখা দিয়েছে।

/এআই

Exit mobile version