Site icon Jamuna Television

অস্ট্রিয়ার প্রেসিডেন্টকে কামড়ালো মলদোভার প্রেসিডেন্টের কুকুর

মলদোভার প্রেসিডেন্ট মায়া সান্দুর, অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভ্যান ডার বেলন এবং স্লোভেনিয়ার রাষ্ট্রপতি নাতাসা পিরক মুসার। সাথে সেই কুকুর। ছবি: রয়টার্স।

এক প্রেসিডেন্টের কুকুর কামড়ে দিলো আরেক প্রেসিডেন্টকে। মলদোভা সফরে কুকুরের কামড় খেতে হলো অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভ্যান ডার বেলনকে। শুক্রবার (১৭ নভেম্বর) সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

স্থানীয় গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার মলদোভার প্রেসিডেন্ট মায়া সান্দুরের কুকুর ঘটিয়েছে এ অঘটন। প্রেসিডেন্টের বাসভবন প্রাঙ্গণে হাঁটাহাঁটির সময়, বেলনের হাতে কামড় দেয় কুকুরটি। পরে চিকিৎসার জন্য ডাক্তারের কাছেও যেতে হয়েছে তাকে।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মলদোভার রাষ্ট্র প্রধান। বলেন, চারপাশে অনেক অপরিচিত মানুষ দেখে ঘাবড়ে যায় তার পোষা প্রাণীটি।

/এআই

Exit mobile version