
প্রবাসী সাংবাদিক ও কিছু ব্যক্তি দেশ ধ্বংসের খেলায় মেতেছেন। তারাই জোর করে যুক্তরাষ্ট্রকে এ দেশের নির্বাচন নিয়ে কথা বলতে বাধ্য করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। আরও বললেন, আওয়ামী লীগ কখনও সংলাপে পিছপা হয়নি। পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা বিশ্বাস করে না এই দল।
পররাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তোলেন, যুক্তরাষ্ট্র অন্য দেশের মানবাধিকার নিয়ে কেনো কথা বলে না? শুধু বাংলাদেশ নিয়ে কথা বলে কেন? যুক্তরাষ্ট্রের সাথে আমাদের ৫০ বছরের সম্পর্ক। তারা চাইলেই পরামর্শ দিতে পারে। যেগুলো দেশের মানুষের জন্য ভালো সেগুলো আমরা গ্রহণ করি।
/এমএন



Leave a reply