Site icon Jamuna Television

বাংলাদেশের জনগণ যা চায়, যুক্তরাষ্ট্রও তাই চায়: মিলার

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ছবি: আল-জাজিরা।

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে সব পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে তফসিল ঘোষণা ইস্যুতে এমন মন্তব্য করেন মুখপাত্র ম্যাথিউ মিলার।

মিলার বলেন, বাংলাদেশের জনগণ যা চায়, যুক্তরাষ্ট্রও তাই চায়। শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন কাম্য। বাংলাদেশের একক কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র। আমরা সব পক্ষকে সহিংসতা এড়িয়ে চলার এবং সংযত থাকার আহ্বান জানাচ্ছি। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে সবাইকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানাই আমরা।

নির্বাচন প্রসঙ্গে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিলার বলেন, নির্বাচনের তারিখ চূড়ান্ত হলেও, বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

ব্রিফিংয়ের সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকিতে উদ্বেগ প্রকাশ করেন ম্যাথিউ মিলার। বলেন, কূটনীতিক এবং মার্কিন স্থাপনার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র।

/এআই

Exit mobile version