Site icon Jamuna Television

পিটার হাস দেশকে তিনভাগে ভাগ করে ফেলেছেন: কাদের সিদ্দিকী

সংলাপের জন্য তিনটি দলকে আলাদাভাবে চিঠি দিয়ে বাংলাদেশকে তিন ভাগে ভাগ করে ফেলেছেন ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস, এমন মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

শুক্রবার (১৭ নভেম্বর) সকালে টাঙ্গাইলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার মাজারে শ্রদ্ধা জানান কাদের সিদ্দিকী।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, বাংলাদেশের নির্বাচনে আমেরিকার রাষ্ট্রদূতের এতো হস্তক্ষেপের পক্ষে নন কাদের সিদ্দিকী। বাংলাদেশের সব দল ও জনগণকে সমান গুরুত্ব না দেয়ার জন্য দেশের জনগণই তাকে স্যাংশন দিতে পারে।

কাদের সিদ্দিকী আরও বলেন, আমেরিকার সমর্থন নেয়া বিএনপিকে মুসলমানের ভোট দেয়া উচিত না।

/এমএন

Exit mobile version