Site icon Jamuna Television

মোংলায় কয়লাবাহী জাহাজডুবি

বাগেরহাট করেসপন্ডেন্ট:

মোংলা বন্দরের পশুর নদীতে একটি কয়লাবাহী কার্গো জাহাজডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে পশুর চ্যানেলের কানাইনগর সংলগ্ন এলাকায় ডুবোচরে আটকা পড়ে তলা ফেটে গেলে জাহাজটি ডুবে যায়। এ সময় জাহাজটিতে থাকা ক্রুরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে।

জানা যায়, এমভি প্রিন্স অব ঘষিয়াখালী-১ নামের জাহাজটি ৮০০ মেট্রিক টন কয়লা নিয়ে যশোরের নোয়াপাড়া ঘাটে যাচ্ছিল।

এ ঘটনায় মোংলা লাইটার শ্রমিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মাইনুল হোসেন মিন্টু জানান, জাহাজটি মোংলা বন্দরের ফেয়ারওয়ে এলাকায় থাকা অন্য একটি বাণিজ্যিক জাহাজ থেকে ৮০০ মেট্রিক টন কয়লা বোঝাই করে যশোরের নোয়াপাড়া ঘাটে যাওয়ার জন্য ছেড়ে আসে। যাত্রাপথে জাহাজটি পশুর নদীর কানাইনগর এলাকায় পৌঁছলে দুপুর আড়াইটার দিকে ডুবোচরে আটকা পরে তলা ফেটে ডুবে যায়।

এ বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, পশুর চ্যানেলে কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটলেও বন্দরে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

/আরএইচ/এমএন

Exit mobile version