Site icon Jamuna Television

ঘূর্ণিঝড় মিধিলি: সন্দ্বীপে ভেঙে পড়া গাছের ডালের চাপায় বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সৃষ্ট ঝড়ে ভেঙে পড়া গাছের ডালের চাপায় আব্দুল ওহাব (৭১) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। আব্দুল ওহাব ওই এলাকার হানিফ মাস্টারের বাড়ির বাসিন্দা।

স্থানীয় ইউপি সদস্য জাহেদ সারোয়ার শিমুল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে বাড়ির দরজায় একটি গাছের ডাল ভেঙে আব্দুল ওহাবের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় একটানা বৃষ্টি হয়েছে। এছাড়াও বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে গেছে। টানা বৃষ্টির কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

এএস/এটিএম

Exit mobile version