Site icon Jamuna Television

রাজধানীর পল্লবীতে হাত-পা বাঁধা যুবকের মরদেরহ উদ্ধার

রাজধানীর পল্লবী থানার ১১ নম্বর সেকশন এলাকার সিটি কর্পোরেশনের পরিত্যক্ত একটি ভবন থেকে মো. তানভীর নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগেও এই ভবন থেকে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহত তানভীরের বিরুদ্ধে কয়েকটি মাদক মামলা আছে।

শুক্রবার (১৭ নভেম্বর) সকালে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পল্লবী থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

এলাকার বাসিন্দারা জানান, এর আগেও পরিত্যক্ত এ মার্কেটে ১০-১২ জনের মরদেহ পাওয়া গেছে। এটি মাদক ব্যবসা, মাদক সেবন, জুয়া, সংঘবদ্ধ ধর্ষণসহ কিশোর গ্যাংয়ের নিরাপদ আস্তানা হিসেবে গড়ে উঠেছে।

এটিএম/

Exit mobile version