Site icon Jamuna Television

২-১ দিনের মধ্যে হরতাল-অবরোধ আর থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দুই একদিনের মধ্যে হরতাল-অবরোধ কোনো কিছুই আর থাকবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়ে গেছে। সবাই এখন নির্বাচনমুখী হবে।

শুক্রবার (১৭ নভেম্বর) বিকালে রাজধানীর খামারবাড়ির গিয়াস উদ্দীন মিল্কি মিলনায়তনে চন্দ্রিমা সনাতন সংঘের দুর্গাপূজা উত্তর পুনর্মিলনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সড়কেও অচলাবস্থাও কেটে যাবে। বাস মালিকদের সাথে কথা বলেছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সড়কের অচলাবস্থার শঙ্কাও দুই-এক দিনের মধ্যে কেটে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে ঐক্যবদ্ধ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ায় সমর্থন দেয়ার আহ্বান জানান।

এটিএম/

Exit mobile version