Site icon Jamuna Television

খান ইউনিসের আল ফালাহ স্কুলে বিমান হামলা, নিহত ২০

ছবি: আল জাজিরা।

দক্ষিন গাজার খান ইউনিসের আল ফালাহ স্কুলে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার (১৮ নভেম্বর) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।

হঠাৎ এই আক্রমনে ঘটনাস্থলেই ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও দশজন।

প্রতিবেদনে বলা হয়, যোগাযোগ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় বিমান হামলার বিষয় সম্পর্কে কারই ধারণা ছিল না। হামলার পরের দিন এলাকাবাসী হামলার বিষয়ে অবগত হয়।

বিমান হামলার কারনে ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে পড়ে আছে অনেক মানুষ। ফলে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

/এআই

Exit mobile version