Site icon Jamuna Television

আল-শিফায় ২৪ রোগীর প্রাণহানি, মৃত্যু ঝুঁকিতে ৭ হাজার

আল শিফা হাসপাতালের গুরুতর অবস্থায় অনেক রোগী। ছবি: আল জাজিরা।

ইসরায়েলি তাণ্ডবে অবরুদ্ধ আল শিফা হাসপাতালে প্রাণ গেছে অন্তত ২৪ জন রোগীর। শনিবার (১৮ নভেম্বর) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, সামরিক বাহিনীর হামলা এবং বিদ্যুত সংকটের কারণে গেল দু’দিনে এই প্রাণহানি হয়। আরও বহু রোগীর অবস্থা আশঙ্কাজনক। কর্তৃপক্ষ জানায়, দ্রুত জ্বালানি সরবরাহ না করা হলে নিহতের সংখ্যা আরও বাড়বে।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, কয়েকদিন ধরেই হাসপাতালটি অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলি সেনারা। সেই সাথে চলছে হামলাও।

এমন অবস্থায় ওষুধ, পানি এবং খাবারের অভাবে মৃত্যুর সাথে লড়ছেন হাসপাতালটিতে অবস্থানরত আহত রোগী, প্রসূতি, শিশু এবং ক্যান্সারে আক্রান্তরা। দ্রুত সহায়তা না দেয়া হলে মারা যাবেন ৭ হাজারের বেশি মানুষ। এরআগে, ইনকিউবেটরের অভাবে মারা যায় ৪ শিশু।

/এআই

Exit mobile version