Site icon Jamuna Television

‘দরদ’ সিনেমার ভারত অংশের শুটিং শেষ, আজ দেশে ফিরছেন শাকিব

শাকিব খানের সাথে পরিচালক অনন্য মামুন। ছবি: ফেসবুক পেজ।

সম্প্রতি ‘দরদ’ সিনেমার একটি গানের দৃশ্যের শুটিংয়ে দেখা যায় ঢালিউড কিং শাকিব খান ও বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। গানটির শিরোনাম ‘এই ভাবাও এই ভাসাও, বুকেরই মাঝে হারাও’। এ গানের মাধ্যমে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ছবির ভারতের অংশের শুটিংও শেষ হয়েছে। শাকিব আজ দেশে ফিরছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন পরিচালক অনন্য মামুন।

গানটির ছবিতে শাকিব-সোনালকে দেখা গেল অন্যরকম রসায়নে। ‘দরদ’ সিনেমার পরিচালক নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবিটি শেয়ার করে লিখেন, এই ভাবাও, এই ভাসাও, বুকের-ই মাঝে হারাও’। পোস্টে গানটির গায়ক বালাম ও জাহিদ আকবরের প্রশংসাও করেন তিনি।

সিনেমাটি বাংলার পাশাপাশি তামিল, হিন্দি, মালায়লামসহ ৬টি ভাষায় নির্মিত হবে। আগামী বছরের ২রা ফেব্রুয়ারি একযোগে ৩২ দেশে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

এর আগে, গত মাসের শেষ সপ্তাহে মুম্বইতে ছবিটির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ২৭শে অক্টোবর বারানসী থেকে শুটিং করেছে ‘দরদ’ টিম।

/এআই

Exit mobile version