Site icon Jamuna Television

সমকামী আন্দোলনকে সন্ত্রাসী কার্যকলাপ হিসেবে ঘোষণার উদ্যোগ রাশিয়ার

সমকামিতা এবং সমকামী আন্দোলনকে সন্ত্রাসী কার্যকলাপ হিসেবে ঘোষণার উদ্যোগ নিয়েছে রাশিয়া। খবর দ্য গার্ডিয়ানের।

আন্তর্জাতিক এলজিবিটি পাবলিক মুভমেন্টকে সন্ত্রাসী ও চরমপন্থি হিসেবে ঘোষণা করতে এরইমধ্যে দেশটির সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। রাশিয়ার আইন মন্ত্রণালয় থেকে এই উদ্যোগ নেয়া হয়।

আবেদনে বলা হয়, সমকামি আন্দোলনের মাধ্যমে সামাজিক ও ধর্মীয় বিবাদ উসকে দেয়া হচ্ছে। যা চরমপন্থি কার্যকলাপের সামিল। এই নিষেধাজ্ঞার ফলে যেকোনো এলজিবিটি কর্মীকে ফৌজদারি মামলার মুখোমুখি হতে হবে। দীর্ঘদিন ধরেই সমকামিতার বিরোধিতা করে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর ফলে পারিবারিক ও সামাজিক প্রথা হুমকির মুখে পড়বে বলে দাবি তার।

এটিএম/

Exit mobile version