Site icon Jamuna Television

দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ২৬

ছবি: এএফপি

দক্ষিণ গাজায় ইসরাইয়েলি হামলায় ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ফিলিস্তিনের বার্তা সংস্থা আল ওয়াফার বরাতে আল জাজিরা জানায়, দক্ষিণ গাজার খান ইউনিস শহরে বোমা হামলা চালায় ইসরায়েল। এতে ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের মধ্যে বেশিরভাগই শিশু।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া রক্তক্ষয়ী এই যুদ্ধে প্রায় ১২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৫ হাজার শিশু রয়েছে। এছাড়াও চলমান ইসরায়েলি আগ্রাসনে আহত হয়েছে কমপক্ষে ৩০ হাজার ফিলিস্তিনি।

আরএইচ/এটিএম

Exit mobile version