Site icon Jamuna Television

জোটভুক্ত দলের অভিন্ন প্রতীকে ভোট: ইসিতে ৫ দলের আবেদন

ফাইল ছবি

নির্বাচনে কোনো জোটের অন্তর্ভুক্ত হয়ে অভিন্ন প্রতীকে ভোট করতে চাইলে নির্বাচন কমিশনে (ইসি) আবেদনপত্র জমা দেয়ার শেষ দিন আজ। এর আগে ইসি জানায়, দ্বাদশ সংসদ নির্বাচনে কোনো জোটের অন্তর্ভুক্ত হয়ে অভিন্ন প্রতীকে ভোট করতে চাইলে ১৮ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে আবেদন করতে হবে। নিবন্ধিত ৪৪টি দলের প্রতি এ আহ্বান জানায়।

এদিকে, শনিবার (১৮ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন দলের পক্ষে এ নিয়ে চিঠি জমা পড়ছে ইসিতে। এর মধ্যে এখন পর্যন্ত আওয়ামী লীগের জোটবদ্ধ হয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইসিতে আবেদন জমা দিয়েছে জাসদ, সাম্যবাদী দল, ওয়ার্কার্স পার্টি ও আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি (জেপি)। এছাড়া, তৃণমূল বিএনপির সঙ্গে সোনালী আঁশ মার্কা নিয়ে জোটবদ্ধ হয়ে ভোটে অংশগ্রহণ করবে প্রগতিশীল ইসলামী জোট। এ নিয়ে তৃণমূল বিএনপির পক্ষে আবেদন করেছেন দলের মহাসচিব তৈমূর আলম খন্দকার।

দ্বাদশ সংসদ নির্বাচনে নিবন্ধিত দলের সংখ্যা ৪৪। যারা সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নিতে পারবে। দলীয় প্রার্থীদের বাইরে স্বতন্ত্র প্রার্থী হতে মোট ভোটারের ১ শতাংশ সমর্থন তালিকা দিতে হবে।

/এমএন

Exit mobile version